Dhaka Specialized Pain Management and Research Centre Ltd is a multidisciplinary Pain Management Centre in Bangladesh. Our prime goal is to provide one stop service to the Pain patient. We treat Low Back Pain with non-surgical C-arm guided different interventions. neck pain, post-surgical chronic pain syndrome
বিএসএমএমইউয়ে ইউরোপিয়ান ডিপ্লোমা অ্যানেসথিওলজির পরীক্ষা অনুষ্ঠিত
2022-09-30
বিএসএমএমইউয়ে ইউরোপিয়ান ডিপ্লোমা অ্যানেসথিওলজির পরীক্ষা অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ইউরোপিয়ান ডিপ্লোমা অ্যানেসথিওলজি অ্যান্ড ইনটেনসিভ কেয়ারের পার্ট-১ (্ইডিএআইসি) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১টায়(১০ সেপ্টেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ইউরোপিয়ান সোসাইটি অব অ্যানেসথিওলজি এন্ড ইনটেনসিভ কেয়ার (ইসিএআইসি) এ পরীক্ষার আয়োজন করে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ পরীক্ষার কক্ষ পরির্দশনের ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, অ্যানেসথিয়া বিভাগের অধ্যাপক ডা. একে এম আখতারুজ্জামান, অধ্যাপক ডা. এ কে কামরুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ডিপ্লোমা অ্যানেসথিওলজি অ্যান্ড ইনটেনসিভ কেয়ার পরীক্ষায় উত্তীর্ণ অ্যানেসথিওলজি ও ইনটেনসিভ কেয়ারের বিশেষজ্ঞ চিকিৎসকরা ইউরোপিয় ইউনিয়নভুক্ত যেকোন দেশে চিকিৎসা সেবা প্রদানের অনুমিত পাবেন। এবারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষা বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াও ভারত ও নেপালের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। এবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ৯২জন চিকিৎসক অংশগ্রহণ করেন। পরীক্ষাটি দুটি বিষয়ে নেয়া হচ্ছে।
প্রতি বছর সেপ্টেম্বর মাসে সারা বিশ্বে একই সময়ে ইউরোপিয়ান ডিপ্লোমা অ্যানেসথিওলজি অ্যান্ড ইনটেনসিভ কেয়ার পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা দুটি পার্ট রয়েছে। প্রথম পার্ট পরীক্ষায় উত্তীর্ণরা পরের পার্টে অংশ নিতে পারবেন।
সম্পাদনা: সহযোগী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব ও সুব্রত বিশ্বাস। ছবি: মোঃ আরিফ খান । নিউজ: প্রশান্ত মজুমদার ও সুব্রত মন্ডল।