ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার বাংলাদেশে আধুনিক ও বিজ্ঞানসম্মত ব্যাথা নিরাময় কেন্দ্র। এখানে স্বল্প ও দীর্ঘ মেয়াদী বিভিন্ন ব্যাথার সঠিক রোগ নির্ণয় এবং ঔষধ, কাউন্সেলিং, ইঞ্জেকশন, ব্লক, ফিজিওথেরাপী, পিআরপি থেরাপি, ওজোন থেরাপী ইত্যাদির মাধ্যমে চিকিৎসা করা হয়। এটি বাংলাদেশের প্রথম মাল্টিডিসিপ্লিনারি অত্যাধুনিক ব্যাথা ব্যাবস্থাপনা কেন্দ্র। এখানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যাথা বিশেষজ্ঞগণ কোমর, মাথা, ঘাড়, পিঠ, হাঁটু, গোড়ালী, মাংসপেশী, শরীর, ক্যান্সার এর ব্যাথা ইত্যাদির সর্বাধুনিক চিকিৎসা দিয়ে থাকেন। এছারাও রোগীদের Lifestyle modification এর প্রশিক্ষণ এবং সাইকোথেরাপী এর ব্যাবস্থা আছে। সর্বোপরি, আন্তর্জাতিক ব্যাথা বিশেষজ্ঞ দ্বারা এদেশের চিকিতসকদের প্রশিক্ষণ ও গবেষণায় দেয়া হয়।